[৪২২] পত্নীতলায় বৈকালিক স্বাস্থ্য সেবার উদ্বোধন

S M Ashraful Azom
0

 : পত্নীতলায় বৈকালিক স্বাস্থ্য সেবার উদ্বোধন শেষে সপ্তাহ ব্যাপী জাতীয় পুষ্ঠি  সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়। 

পত্নীতলায় বৈকালিক স্বাস্থ্য সেবার উদ্বোধন



মঙ্গলবার বিকেল ৩টায় স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক - এম,পি বৈকালিক স্বাস্থ্য সেবার ভার্চুয়াল উদ্ধোধন করেন। পরে "মজবুত হলে পুষ্টির ভিত স্মাট বাংলাদেশ হবে নিশ্চিত" এই প্রতিপাদ্য নিয়ে ৭-১৩ জুন সপ্তাহব্যাপী মাতৃস্বাস্থ্য ও পুষ্টি, প্রাথমিক বিদ্যালয় পুষ্টি বিষয়ক কুইজ প্রতিযোগিতা, মাধ্যমিক বিদ্যালয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা, এতিমখানায় খাদ্য বিতরণ, প্রবীন মুক্তিযোদ্ধাদের স্বাস্থ্য চেকআপ এবং পুষ্টি সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভা জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সোর বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।


উক্ত আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ খালিদ সাইফুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন 

উপজেলা পরিষদের চেয়ারম্যান ও  উপজেলা আওয়ামী লীগের সাঃসম্পাদক আলহাজ্ব আব্দুল গাফফার। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার মোছাঃ রুমানা আফরোজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাদ, ডাঃ মাসুদ রানা, পত্নীতলা প্রেসক্লাব ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, ডাঃ সাদিয়া ইসলাম সহ উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসারবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ প্রমূখ। পরে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। 


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top