কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় কৃষি প্রযুক্তি মেলা ২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টায়দিবসি উপলক্ষে উপজেলা কৃষি অফিস থেকে র্যালি বের হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। মেলার জন্য নিধারিত স্থানে এসে র্যালি শেষ হয়। এরপর ফিতা কেটে মেলার উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার, সহকারী কমিশনার (ভূমি) কাজী মেঃ অনিক ইসলাম, ভারপ্রাপ্ত কৃষি কর্মকতা শরিফুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন।
মেলায় ১২টি স্টল করা হয়েছে। স্টল গুলোতে বিভিন্ন প্রকার কৃষি সংশ্লিষ্ট বিষয়াদি সহ কৃষি প্রযুক্তির বিভিন্ন সরঞ্জাম স্থান পেয়েছে।
এরপর উপজেলার ১১৫০ জন কৃষকের মাঝে ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি, ধানবীজ ৫ কেজি বিতরণ করা হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।