বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে কয়েকদিনের টানা খরা ও প্রচন্ড তাপদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তীব্র রোদ ও ভ্যাঁপসা গরমে মানুষের চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
বৃষ্টি না হওয়ায় নারী, শিশু, বয়োবৃদ্ধ সহ সব ধরণের মানুষের জনজীবন বিতৃষ্ণা হয়ে পড়েছে। উপজেলার বিভিন্ন হাট-বাজার গুলোতে জনসমাগম কমে গেছে।
বিশেষ করে বিদ্যালয় পড়–য়া শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। গরম উপেক্ষা করে শিক্ষার্থীরা ক্লাস করছেন। তীব্র রোদ ও গরমের মধ্যে চাহিদা বেড়ে যাওয়ায় বকশীগঞ্জ উপজেলায় চরম বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।
দিনে রাতে তীব্র লোডশেডিং কারণে মানুষের অতিষ্ঠ হয়ে পড়েছে। ভ্যাঁপসা গরম, তাপদাহের ফলে কর্মজীবী মানুষ কাজে যেতে পারছে না। বৃষ্টি না হওয়ায় চরাঞ্চলের পাট ক্ষেত মরে যাচ্ছে। বিদ্যুতের লোডশেডিং , তীব্র গরম, রোদের প্রখরতার কারণে চরম ভোগান্তিতে রয়েছে সাধারণ মানুষ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।