শফিকুল ইসলাম : রৌমারী উপজেলায় ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোক, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়া ১৮ জন রোগিদের মাঝে জন প্রতি ৫০ হাজার টাকার করে চেক প্রদান করা হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১৩ টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসব রোগীদের মাঝে চেক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমান আলী, নির্বাহী অফিসার নাহিদ হাসান খাঁন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিনহাজ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হোরায়রা, উপজেলা সমাজসেবার ফিল্ড সুপার ভাইজার আব্দুল্লাহেল কাফি প্রমূখ।
উপজেলার শান্তিরচর গ্রামের শহিদুল্লাহ, বন্দবেড় গ্রামের আব্দুস ছবুর, যাদুরচর গ্রামের লাভছিনা, পাখিউড়া গ্রামের মুনজিলাসহ ১৮ জন রোগীর হাতে জন প্রতি ৫০ হাজার টাকার চেক তুলে দেন প্রতিমন্ত্রী জাকির হোসেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।