জামালপুর সংবাদদাতা : বন্যার আগাম সতর্কবার্তা ও ঝুঁকি ব্যবস্থাপনা শীর্ষক কর্মশালা ৫ জুন সকাল ১০টায় জামালপুর জেলার মেলান্দহ মির্জা আজম অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর প্রভাতী প্রকল্প ডিডিএম এর আয়োজন করে। উপজেলা প্রশাসন বাস্তবায়িত কর্মশালায় সভাপতিত্ব করেন-ইউএনও সেলিম মিঞা।
উদ্ধোধন করেন-দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ডিজি মিজানুর রহমান। প্রশিক্ষক ছিলেন-পানি উন্নয়ন বোর্ডের বন্যাপূর্বাভাস ও সতর্কঅকরণ কেন্দ্রের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আমির হোসেন, প্রভাতী প্রকল্পের পিএম ফখরুল আরেফিন, প্রোগ্রামার প্রবীর কুমার দাস প্রমুখ।
কর্মশালায় সরকারি-বেসরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, ইউপি সচিব, উপসহকারি ভূমি কর্মকর্তা, ইউনিয়ন তথ্য প্রযুক্তির উদ্যোক্তা ছাড়াও সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।
কর্মশালায় স্থানীয় পর্যায়ে প্রচার প্রসার ব্যবস্থাপনার উন্নয়ন, সমস্যা সম্ভাবনার উপর গুরুত্বারোপ করা হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।