কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুরে দিনব্যাপী মহিলাদের অনলাইন ভিত্তিক সপ উই হাট বাজারের দিনব্যাপী এক মেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল নয়টায় এই মেলার উদ্বোধন করেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।
এসময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, সহকারী কমিশনার(ভূমি) কাজী মোহাম্মদ অনিক ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যাস দীন মোহাম্মদ, উপজেলা যুবলীগ সভাপতি বিপ্লব সরকার, কৃষকলীগ সভাপতি শাহ আলম প্রমূখ।
স্বনির্ভর মহিলাদের অনলাইনভিত্তিক এই মেলায় জেলার মোট ১২ টি স্টল অংশ নেয়।
স্টলে মহিলাদের তৈরি বুটিক, টাইডাই, এমব্রয়ডারি, জুয়েলারি,খাবার, হালকা আসবাবপত্রসহ প্রয়োজনীয় অনেক কিছু প্রদর্শন করা হয়।
মহিলাদের অনলাইন প্লাটফর্ম উই হাটবাজারের ব্যানারে আয়োজিত অনুষ্ঠানটির সমন্বয়ক ছিলেন উপজেলা তথ্য আপা মৌসুমী বসাক।
এতে অংশ নেয় শীর্ষ বাজার, ফিরোজা ফুড এন্ড ফ্যাশন, এফ এ বুটিক হাউজ,বঙ্গ বুটিক, বিসমিল্লাহ বুটিক, সুলতানাস ড্রিম, লতা ফ্যাশন, তরী ফ্যাশন, সিপা ফ্রাশন ও এমএন মার্ট। উদ্বোধন শেষে প্রধান অতিথি স্টলগুলো ঘুরে দেখেন।
এসময় আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত অতিথিদের উপহার প্রদান করা হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।