লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুর বীর মুক্তিযোদ্ধা (অবঃ) সার্জেন্ট আব্দুল ওয়াহাব চৌধুরীর সেনাবাহিনী কর্তৃক মরোণত্তর সালাম শেষে দাফন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের গার্ড অব অর্নার প্রদান শেষে জানাযা নামায অনুষ্ঠিত হয়।
পরে পৌর শহরের দরিয়াবাদ কবর স্থানে দাফন শেষে২৬ বীর ক্যাপ্টেন খালিদ হাসানের নেতৃত্বে,১৩ সদস্যের একটি সেনাবাহিনীর চৌকস দল মরোণওর সালাম প্রদান করেন।
বীর মুক্তিযোদ্ধা সার্জেন্ট (অবঃ) আঃ ওহাব চৌধুরী হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার সন্ধ্যায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।