জামালপুর সংবাদদাতা : জামালপুরের মেলান্দহে কলেজ ছাত্রী রুমা আক্তারের (১৯) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রুমা আক্তার ফুলকোচা ইউনিয়নের গোরমাপাড়ার আব্দুর রহিমের মেয়ে। সে হাজরাবাড়ি সিরাজুল হক ডিগ্রি কলেজের ছাত্রী।
স্বজনরা জানিয়েছেন, প্রতিদিনের ন্যায় রুমা আক্তার নিজের ঘরে ঘুমিয়ে পড়ে। মধ্যরাতে বাড়ির পাশে একটি আম গাছে রুমা আক্তারের মরদেহ ঝুলতে দেখে চিৎকার করে স্বজনরা।
অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন জানান-পরদিন দুপুরে পুলিশ মৃতদেহ উদ্ধার শেষে মর্গে প্রেরণ করেছে। পোস্টমর্টেমের রিপোর্টের পর মৃত্যুর কারণ জানা যাবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।