নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ মাঠে এ খেলায় ভাটরা ইউনিয়ন একাদশ ও ভাটগ্রাম ইউনিয়ন একাদশ অংশ নেয়। ২-১ গোলে ভাটরা একাদশ বিজয়ী হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে টূর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ।
এসময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ রায়হানুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা এলএলবি, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যথাক্রমে রেজাউল করিম কামাল, মোরশেদুল বারী, ভারপ্রাপ্ত আব্দুল হাকিম, আওয়ামী লীগ নেতা সরফুল হক, শামীম শেখ, স্বপন চন্দ্র মহন্ত, আনন্দ কুমার রায়, আব্দুর রাজ্জাক, সানোয়ার হোসেন মিলন, ফিরোজ কামাল ফারুক, আবু নোমান, যুবলীগ নেতা মাহমুদ আশরাফ মামুন, স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু সাঈদ, কামরুল হাসান সবুজ, শ্রমিকলীগ নেতা আরাফাত হোসেন, ছাত্রলীগ নেতা আবু নোমান নাদিম প্রমূখ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।