জামালপুর সংবাদদাতা : বহুল আলোচিত জামালপুরের বকশীগঞ্জে ৭১ টিভি, মানবজমিন এবং বাংলা নিউজ ২৪.কমের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে প্রধান আসামি ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু।
২৩ জুন ৫ দিনের রিমান্ড শেষে জামালপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালতে ১৬৪ ধারায় তার জবানবন্দি রেকর্ড করা হয়। বাদীপক্ষের আইনজীবী ইউসুফ আলী জানান, শুক্রবার দুপুর ১টা ৪৫ মিনিটে বাবু চেয়ারম্যানকে আদালতে হাজির করে পুলিশ। নাদিম হত্যার মূলহোতা মাহমুদুল আলম বাবু চেয়ারম্যান সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। জবানবন্দি গ্রহণ শেষে বিজ্ঞ আদাল তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, সংবাদ প্রকাশের জের ধরে গত ১৪ জুন রাতে সাংবাদিক নাদিমকে ধরে নিয়ে ইট দিয়ে মাথা ও চোখে আঘাত করা হয়। পরদিন দুপুর পৌনে ৩টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এই হত্যার ঘটনায় ইতোমধ্যে বাবু চেয়ারম্যানকে পঞ্চগড় থেকে গ্রেপ্তার করেছে র্যাব। পরে আদালতের মাধ্যমে তাকে পাঁচদিনের রিমান্ডে নেয় পুলিশ। শুক্রবার রিমান্ড শেষে তাকে আদালতে তোলা হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।