[২৮৮] রৌমারীতে ধান সংগ্রহের শুভ উদ্বোধন

S M Ashraful Azom
0

 : রৌমারী উপজেলার খাদ্যগুদামে সরকারিভাবে বোরো ধান সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে। 

রৌমারীতে ধান সংগ্রহের শুভ উদ্বোধন



পহেলা জুন বৃহস্পতিবার সকাল ১১ টায় আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাহী অফিসার এবিএম সারোয়ার রাব্বী (ভার:) সভাপতিত্বে এই ধান সংগ্রহের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমান আলী। 


এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আলাউদ্দিন বসুনিয়া, উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা শহিদুল্যাহ, চালকল মালিক সমিতির সভাপতি নাসির উদ্দিন লাল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রেজাউল ইসলাম মিনু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি, সাবেক ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শালু, কৃষক মাজহারুল ইসলাম, শওকত আলী, রোকনুজ্জামান রিপন আহমেদসহ অনেকেই।  

অফিস সূত্রে জানা গেছে, এ বছর ৩০ টাকা কেজি দরে ৮০০ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষমাত্রা অর্জন করা হয়েছে। 

উপজেলার ৬ টি ইউনিয়নের কৃষক খাদ্যগুদামে ধান দেয়ার জন্য অনলাইনের মাধ্যমে প্রায় ৭ শত জন আবেদন করেন এবং সভাপতি অনলাইনে লটারি করেন। এতে প্রতি কৃষক ৩ মেট্রিক টন ধান দেয়ার জন্য ২৭৭ জন লটারির মাধ্যমে অনুমোদিত হয়েছে। 



শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top