জামালপুর সংবাদদাতা : জামালপুর জেলার বকশীগঞ্জে একাত্তর টিভির সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে হত্যার চেষ্টায় ক্ষত করেছে। ঘটনাটি ঘটেছে ১৪ জুন দিবাগত রাত ১০টার দিকে বকশীগঞ্জ সরকারি কলেজ এলাকায়।
সাংবাদিক লালনের বরাত দিয়ে বকশীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি দৈনিক ইত্তেফাক-এশিয়ান টিভির সাংবাদিক শাহীন আল আমিন জানিয়েছেন, পেশাগত দায়িত্ব পালন শেষে রাতে বাড়ি ফেরছিলেন।
আরও পড়ুন:
নোয়াখালীতে মা-মেয়েকে কুপিয়ে হত্যা,আটক-১
নোয়াখালীতে মা-মেয়েকে হত্যা,বিচারের দাবিতে রাস্তায় শিক্ষার্থীরা
রং নম্বরে পরিচয়,পরকীয়ার জেরে প্রবাসীর হাতে মা-মেয়ে খুন: পুলিশ
পথিমধ্যে নাদিমকে পিটিয়ে অজ্ঞান অবস্থায় নির্জনে ফেলে রাখে। খবর পেয়ে সাংবাদিক লালন এবং পথচারিদের সহায়তায় উদ্ধার শেষে বকশীগঞ্জ হাসপাতালে নেয়া হয়। আশংকাজনক অবস্থায় তাকে জামালপুর হাসপাতালে রেফার্ড করেছে।
রাত সাড়ে ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নাদিমের জ্ঞান ফিরেনি। সহকর্মীদের ধারণা যেভাবে নাদিমকে মাথা ও চোখে আঘাত করে রক্তাক্ত করেছে, তাতে মনে হয় হত্যার উদ্দেশ্যেই জঘন্যতম কান্ড ঘটিয়েছে।
সাংবাদিক নাদিমের উপর এমন বর্বরোচিত হামলার ঘটনায় পুরো জেলা সাংবাদিক-সুশীল সমাজে নিন্দার ঝড় ওঠেছে। দুস্কৃতিকারিদের গ্রেপ্তারের দাবিতে সোচ্চার হবার আহবান জানিয়েছে সাংবাদিক মহল।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।