নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার নজরুল ইসলাম খোকন (৫০) উপজেলার বীজবাগ ইউনিয়নের ধর্মপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
শনিবার (১০ জুন) দুপুরে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার ধর্মপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেফতারকৃত আসামিকে মাদক মামলায় আদালত যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেয়। সশ্রম কারাদন্ডের পাশাপাশি আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন বিচারক। পরে খোকন গ্রেফতার এড়াতে অজ্ঞাত স্থানে গা ঢাকা দেয়। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।