জি এম ক্যাপ্টন, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় সারাদেশের ন্যায় বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে আ’লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে ।
এ উপলক্ষে শুক্রবার সকাল সড়ে ৮ টায় কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায় শাপলা মোড়স্থ দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর দলের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান,প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: জাফর আলী,সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু,সহ-সভাপতি এডভোকেট এসএম আব্রাহাম লিংকন, চাষী আব্দুল করিম, মেয়র কাজিউল ইসলাম,সহ-সভাপতি সাঈদ হাসান লোবান, আবুল কালাম আজাদ, এডভোকেট রুহুল আমীন দুলাল, প্রমুখ।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নিবার্চনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।