জামালপুর সংবাদদাতা : জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে ট্রাক চাপায় একই পরিবারের ৪ জনের মৃত্যুর ঘটনায় পলাতক ট্রাক চালক নিহাত মিয়া (২৫)কে আটক করেছে র্যাব।
আটককৃত চালক মমনসিংহ সদর থানার কাশর লাকিবাড়ি গ্রামের হাবিব মিয়ার ছেলে। ১০ জুন বিকেলে র্যাব-১৪ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র্যাব-১৪ স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
জানা গেছে, ৯ জুন দুপুরে জামালপুর সদর থানার ইটাইল ইউনিয়নের কান্দারপাড়া এলাকায় জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে যাত্রীবাহী অটোরিক্সাকে রং সাইডে এসে একটি ট্রাক সামনে থেকে ধাক্কা দেয়। এ সময় কান্দারপাড়া গ্রামের একই পরিবারের ইউসুফ আলীর ছেলে মোঃ সোলায়মান (৫৫), সুদুর আলীর ছেলে আব্দুল মজিদ (৪৮), সোবহান আলীর ছেলে অটোরিকশা চালক জয়নাল (৪২) ও সাহেদ আলী মারা যান। আহত হন আরো কয়েকজন।
এ ঘটনায় নিহত পরিবারের পক্ষে আরফান আলী বাদি হয়ে জামালপুর সদর থানায় একটি মামলা (নং-৩৫/৪৯৬) দায়ের করেন। গ্রেপ্তারকৃত ট্রাকচালক নিহাত মিয়াকে জামালপুর সদর থানায় সোপর্দ করেছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।