শফিকুল ইসলাম : বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। রবিবার বিকালের দিকে উপজেলার শৌলমারী ইউনিয়ন শাখার আয়োজনে গয়টাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক কর্মি সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল উপজেলা শাখার আহ্বায়ক কামরুজ্জামান বাবু, সদস্য সচিব আবুল হাশেম ও সদস্য ইসমাইল হোসেন, স্বেচ্ছাসেবকদল উপজেলা শাখার আহ্বায়ক কলিম চাঁন, যুগ্ন আহ্বায়ক সানোয়ার হোসেন, যুগ্ন আহ্বায়ক যুবদল রৌমারী উপজেলা শাখার নাজিম উদ্দিন আকন্দ, সাবেক সাংগঠনিক সম্পাদক ছাত্রদল রৌমারী উপজেলা শাখার ওমর ফারুক ইসা, যুবদল শৌলমারী ইউনিয়ন শাখার আহŸায়ক নাসির উদ্দিন, সদস্য সচিব নাজমুল হোসেন ও আহŸায়ক ছাত্রদল শৌলমারী ইউনিয়ন শাখার শহিদুল ইসলাম হিমুসহ প্রমূখ।
আলোচনা শেষে উপজেলা কৃষকদলের আহŸায়ক ও সদস্য সচিব এর যৌথ স্বাক্ষরে শৌলমারী ইউনিয়ন শাখার কৃষকদলের ৩১ সদস্য বিশিষ্ট আহŸায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। উক্ত কমিটির আহŸায়ক শহিদুল ইসলাম ও সদস্য সচিব ময়নাল হক। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন যুবদলের যুগ্ন আহŸায়ক শৌলমারী ইউনিয়ন শাখার মাইনুল ইসলাম।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।