জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের প্রতিভাবান, অবিরত ও অনুসন্ধানীয় লেখক আমানুর রহমান খোকন রচিত ষষ্ঠ প্রকাশনা মুক্তিযুদ্ধ বিষয়ক বই “রক্তে বিজয় একাত্তর” এর মোড়ক উন্মোচন করা হয়েছে।
গত ১৬ই মে মঙ্গলবার সকাল ১১ টায় বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ কলেজ মোড় কুড়িগ্রাম-এর হলরুমে মুক্তিযুদ্ধ স্মৃতি পরিষদের সহযোগিতায় অনুষ্ঠানটির আয়োজন করে ধরলার দেশ প্রকাশনা।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ২৬, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ।
বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ, কুড়িগ্রাম জেলা কমিটির সভাপতি একেএম সামিউল হক নান্টু’র সভাপতি আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন- কুড়িগ্রাম সরকারী কলেজের অধ্যক্ষ মীর্জা মোঃ নাসির উদ্দিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন- দৈনিক কুড়িগ্রাম খবর পত্রিকার সম্পাদক এসএম ছানালাল বকসী, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাই সরকার (বীর প্রতীক), বীর মুক্তিযোদ্ধা এসএম হারুন অর রশীদ লাল, মজিদা আদর্শ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ খাজা শরীফ উদ্দিন আলী আহমেদ রিন্টু, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আফতাব উদ্দিন, মুক্তিযুদ্ধের সংগঠক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সরদার, বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুজ্জামান, কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হাজেরা বেগম।
অন্যানদের আরো বক্তব্য রাখেন- অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক কবি নাট্যকার হেলাল জাহাঙ্গীর, “রক্তে বিজয় একাত্তর” বইয়ের লেখক আমানুর রহমান খোকন, মুক্তিযুদ্ধ স্মৃতি পরিষদের সভাপতি মোঃ নুরল ইসলাম, কবি আব্দুস সালাম, কবি সিরাজুল হক, সমাজকর্মী আইনুল হক প্রমূখ।
সাহিত্য সংগঠক হাসান পলাশ এর সঞ্চালনায় মোড়ক উম্মোচন অনুষ্ঠানে ১৫ জন বীর মুক্তিযোদ্ধা, ৬ জন গুণী ব্যক্তিত্ব, ৭ জন গুণী সাংবাদিক, সাহিত্যিক ও সংগঠক এবং মহানুভব ৪টি সংগঠন ও প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।