[৩২] সালাফি মারকায ফরিদপুরের আয়োজনে সেমিনার অনুষ্ঠিত

S M Ashraful Azom
0

 : ‘শিরক মুক্ত ঈমান গড়ি, বিদ‘আত মুক্ত আমল করি’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে কুরআন ও বিশুদ্ধ হাদীস ভিত্তিক দ্বীন প্রচারের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত সালাফি মারকায ফরিদপুরের আয়োজনে পূর্বখাবাশপুরস্থ শান্তি মহলে আজ শনিবার মাসিক সেমিনার অনুষ্ঠিত হয়।

সালাফি মারকায ফরিদপুরের আয়োজনে সেমিনার অনুষ্ঠিত



এতে সভাপতিত্ব করেন সালথা আহলে হাদীস মাদ্রাসা ও সমজিদ কমপ্লেক্সের প্রিন্সিপাল শাইখ রুহুল আমীন। 

লানার্স একাডেমীর পরিচালক ফরিদুল ইসলাম ফাহিম এর পরিচালনায় সভায় আলোচনায় অংশগ্রহণ করেন খন্দকার মিসবাহুস সালিহীন বাবু, এহসান মৃধা রেজা, মাহমুদুল হাসান সৌরভ, আব্দুল্লাহ মাসুমসহ প্রমুখ। 

খন্দকার মিসবাহুস সালিহীন বাবু বলেন, আমাদের এখন সুযোগ রয়েছে মাতৃভাষা বাংলায় সহীহ দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জন এবং ব্যক্তিগত জীবন থেকে সামাজিক প্রতিটি ক্ষেত্রে সহীহ দ্বীনকে পৌছে দেয়া। 

ফরিদুল ইসলাম ফাহিম বলেন, সহীহ দ্বীনের প্রচারের অভাবেই সমাজে শিরক ও বিদ‘আত ছড়িয়ে পড়ছে।  ফলে শিরক ও বিদ‘আতমুক্ত সমাজ গড়তে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করা এখন সময়ের দাবী। 

মাহমুদুল হাসান সৌরভ বলেন, ফরিদপুরে সহীহ দ্বীনের প্রচার অব্যাহত থাকলেও সঙ্গবন্ধভাবে তা পরিচালনার লক্ষ্যকে সামনে নিয়েই এই সালাফি মারকাযের প্রতিষ্ঠা যা  বিবিধ কার্যক্রম পরিচালনা ও বাস্তবায়নের মধ্য দিয়ে জেলায় সহীহ দ্বীন প্রচারে ভূমিকা রাখবে। 

রুহুল আমীন বলেন, দ্বীনের প্রচার প্রতিটি মুসলমানের জন্য অপরিহার্য। কেননা রাসূল (ছা.) বলেন, প্রচার করে যদি একটিমাত্র আয়াতও হয় (সহীহ বুখারী, হাদীস নং. ৩৪৬১)। এ সম্পর্কে মহান আল্লাহতা‘আলা বলেন, তার কথার চেয়ে উত্তম কথা আর কোন ব্যক্তির হতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, নেক আমল করে এবং বলে আমি মুসলমান (সুরা হা‘মীম সেজদাহ, আয়াত ৪১:৩৩)। 

সেমিনার শেষে এবছর মেয়াদি একটি কমিটি গঠিত হয়। এতে সভাপতি হিসাবে মনোনীত হন সালথা আহলে হাদীস মাদ্রাসা ও সমজিদ কমপ্লেক্সের প্রিন্সিপাল শাইখ রুহুল আমীন। 

কমিটির অপরাপর সদস্যগণ হলেন, সহ-সভাপতি খন্দকার মিসবাহুস সালিহীন বাবু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সৌরভ, যুগ্ন সম্পাদক মনির বিন আমজাদ, অর্থ সম্পাদক ফরিদুল ইসলাম ফাহিম,  সহ-অর্থ সম্পাদক এহসান মৃধা রেজা, প্রচার সম্পাদক মো. বাকী বিল্লাহ খান পলাশ, উন্নয়ন সম্পাদক মো. পান্নু মোল্লা, সহ-উন্নয়ন সম্পাদক শাহীন, সমাজ সেবা সম্পাদক মো. আরিফ হোসেন, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মাহদী, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ মাসুম। 

এছাড়াও কার্যকরী সদস্য হিসাবে মনোনীত হন সুমন শাহরিয়ার, জামাল উদ্দিন মোল্লা, ও ইমারত। 

সভা শেষে কমিটির সভাপতি জানান আগামী ২৭ মে সালাফী মারকাযের আয়োজনে একটি কনফারেন্স অনুষ্ঠিত হবে যেখান অতিথি হিসাবে থাকবেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের প্রফেসর ডক্টর আবু বকর মুহাম্মদ যাকারিয়া মজুমদার। আরো থাকবেন জাহাঙ্গীর আলম ইসলাহীসহ অপরাপর শাইখগণ।



শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top