রকিবুল হাসান : জামালপুরের বকশীগঞ্জে উপজেলা পরিষদের আইন শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা মঙ্গলবার (১৬ মে) দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মাসিক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লুৎফুন নাহার। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।
মাসিক সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক, বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা, বকশীগঞ্জ হাইওয়ে থানার ওসি আতাউর রহমান , সাবেক বীরমুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিন, নিলাখিয়া ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার, মেরুরচর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিদ্দিক, বকশীগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আলমগীর কবির আলমাছ , বগারচর ইউপি চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান প্রমানিক মাসুম প্রমুখ।
সীমান্ত দিয়ে অবৈধ চোরা চালান প্রতিরোধ করা, অবৈধ গরু সরবরাহ বন্ধ করা, মাদক প্রতিরোধে কাজ করা সহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।