বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য আপা: ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন শীর্ষক প্রকল্পের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের আইরমারী খান পাড়া গ্রামে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়ে ওই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লুৎফুন নাহার ।
উঠান বৈঠকে রিসোর্স পার্সন ছিলেন জামালপুর জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দিন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক।
এসময় তথ্য আপা প্রকল্পের তথ্য সেবা কর্মকর্তা আসমাউল হোসনা তানিয়া, সহকারী তথ্য সেবা কর্মকর্তা ইসরাত জাহান, রোমানা আফরোজ, ইউপি সদস্য মানিক খান , সাবেক ইউপি সদস্য আব্দুস ছালাম সহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।