শফিকুল ইসলাম : রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের শালুর মোড় ডিসি সড়কের বিজিবি ক্যাম্পের সামন হতে ছাটকড়াইবাড়ি পাঁকা রাস্তা পর্যন্ত রাস্তা এইচ বিবি করণ ১ হাজার মিটার এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালের দিকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জনাব জাকির হোসেন এমপি এই রাস্তার শুভ উদ্বোধন করেন।
দীর্ঘদিন থেকে ওই এলাকায় রাস্তা না থাকায় মানুষ চরম দূর্ভোগ পোহাত। দূর্ভোগ নিরসনে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ৫৯ হাজার টাকা বরাদ্দ পায় ঠিকাদারী প্রতিষ্ঠান হারুনর রশিদ হারুন।
এসময় আরো উপস্থিত ছিলেন দাঁতভাঙ্গা ইউপি চেয়ারম্যান এসএম রেজাউল ইসলাম, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি হারুনর রশিদ হারুনসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ।
ছাটকড়াইবাড়ি গ্রামের মোকছেদ আলী দেওয়ানী বলেন, রাস্তাটি মেরামত না করায় অনেকদিন থেকে কষ্ট করে আসছি। সামান্য বৃষ্টি হলেই কাদার কারনে চলাচল বন্ধ হয়ে যেত। রাস্তাটি হেয়ারিং হওয়ায় আমাদের যাতায়াতের অনেক সুবিধা হলো।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।