লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের বাস্তবায়নে সাম্প্রতিক অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৩১জন পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ বিতরণ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান এমপি।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রশাসনের আয়োজনে জনপ্রতি ১ বান্ডিল ঢেউটিন ও ৬ হাজার টাকার চেক বিতরণ করেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মু:তানভীর হাসান রুমানের সভাপতিত্বে এতে উপজেলা আওয়ামী সহ সভাপতি হাবিবুর রহমান শাহিন, অধ্যক্ষ জামাল আব্দুন নাসের চৌধুরী চার্লেস ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু,চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান কমল সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।