বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে রহিমা সালাম স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে মঙ্গলবার (৯ মে) বেলা ১১ টায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বকশীগঞ্জ পৌর শহরে অবস্থিত রহিমা সালাম স্কুল অ্যান্ড কলেজের মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কলেজের অধ্যক্ষ প্রফেসর হাসান বিন রফিকের সভাপতিত্বে এসময় কলেজের উপাধ্যক্ষ কামরুজ্জামান হেলাল সহ কলেজের শিক্ষক, অভিভাবকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় মান সম্মত শিক্ষা অর্জনের জন্য অভিভাবকদের ভূমিকা, শিক্ষকদের সঠিক পাঠদান করানো সহ বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। এসময় অভিভাবকরা শিক্ষার মানোন্নয়নে তাদের বিভিন্ন মতামত ব্যক্ত করেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।