জামালপুর সংবাদদাতা : জামালপুরের মেলান্দহে কালবৈশাখী ঝড়ে নিহত যুবলীগ নেতা সুমন মিয়া (৩৫) এবং আহত ফরিদ মিয়া (৩৫)’র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন জেলা প্রশাসন।
১৮ মে উপজেলা নির্বাহী অফিসার সেলিম মিঞা এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক তাদের বাড়িতে গিয়ে নিহত পরিবারকে ২০ হাজার এবং আহত ফারুকের পরিবারের মাঝে ১০ সর্বমোট ৩০ হাজার টাকা প্রদান করেছেন।
১৬ মে রাতে কাল বৈশাখী ঝড়ে বৃক্ষ উপড়ে দোকানের উপর পড়ে গেলে ঘটনাস্থলেই মারা যান আমবাড়িয়া গ্রামের সুমন মিয়া এবং আহত হন ফারুক হোসেন।
সুমন মিয়া দুরমুঠ ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।