জামালপুর সংবাদদাতা : ২৯ মে বিকেলে জামালপুরের মেলান্দহ উপজেলার ফুলকোচা ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থবছরের ৩২ লাখ ৩ হাজার ৮৫ টাকার বাজেট ঘোষণা করা হয়।
বাজেটে রাজস্ব আয় ৩১ লাখ ৩ হাজার ৮৫ টাকা, ২কোটি ৫ লাখ ৭৭ হাজার ৯০ টাকা ব্যায় এবং উদ্বৃত্ত দেখানো হয়েছে ১৫ লাখ টাকা।
ফুলকোচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃমামুনুর রশিদ (মামুন )-এর সভাপতিত্বে ও ইউপি সচিব মারুফা আক্তার এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- ইউপি সদস্য সালেমা বেগম, তাছলিমা আক্তার,নুরুন্নাহার, শহিদুল্লাহ, সোবাহান, মোস্তাফিজুর রহমান, মোশাররফ হোসেন, মিনহাজ,শফিকুল ইসলাম, মোতালেব, উদ্যোক্তা মেহের আফরিন(তিথী), রাকিবুজ্জামান (রুবেল)
প্রমুখ। এ-সময় গণমাধ্যমকর্মী, স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।