সেবা ডেস্ক : পরিবেশ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন 'শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের' আওতায় আজ সোমবার জামালপুর জেলার সদর উপজেলার ডাকপাড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় মানমাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টি করায় ০৫ টি পরিবহনকে মোট ১১০০০/- (এগার হাজার) টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। এছাড়া শব্দদূষণ বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পরিবহনের গায়ে স্টিকার লাগানো হয় ।
মোবাইল কোর্টে বিচারকের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রায়হান মাহমুদ এবং প্রসিকিউশন প্রদান করেন এ কার্যালয়ের পরিদর্শক জনাব মুহাম্মদ হেদায়েতুল ইসলাম। শব্দ দূষণ নিয়ন্ত্রণে চলমান এই অভিযান অব্যাহত থাকবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।