[১৭৫] মেলান্দহে অবরুদ্ব উপসহকারি কর্মকর্তাকে উদ্ধার

S M Ashraful Azom
0

 : জামালপুরের মেলান্দহে চরবানিপাকুরিয়া ইউনিয়নের উপসহকারি ভূমিকর্তা আয়শা আক্তার নিপাকে অবরুদ্ধ থেকে উদ্ধার করেছে সহকারি কমিশনার (ভূমি) জহুরা সুলতানা যুথি। 

মেলান্দহে অবরুদ্ব উপসহকারি কর্মকর্তাকে উদ্ধার



 ২৩ মে দুপুরের দিকে পুলিশ নিয়ে অবরোধকারিদের হাত থেকে উদ্ধার উদ্ধার করেন তিনি। 


জানা গেছে, মহিরামকুল গ্রামের আব্দুল করিমের ছেলে শাহজামালের জমির খারিজের জন্য জনৈক দালাল তোতা মিয়ার মাধ্যমে আবেদন করেন। আবেদনে জমির কাগজপত্র ও তথ্যের কমতি থাকায় শুনানির পর আবেদনটি খারিজ করে দেন এসিল্যান্ড জহুরা আক্তার যুথি। এরপর শাহজামালের খারিজের জন্য পূণ: আবেদন করেন। নতুন আবেদনের ২/৩ দিন পরেই ২৩ মে সকাল ১০টার দিকে শাহজামালের ভাই জাকির হোসেন, দালাল তোতা মিয়া এবং স্বপনকে সাথে নিয়ে উপসহকারি ভূমিকর্তা আয়শা আক্তার নিপাকে তাৎক্ষণিকভাবে খারিজের কাগজপত্র সই করার জন্য চাপ সৃষ্টি করেন। বাকবিতন্ডার একপর্যায়ে আয়শা আক্তার নিপাকে অশালিন ভাষায় গালিগালাজও করে। উত্তপ্ত পরিস্থিতিতে ওই ভূমিসহকারি কর্মকর্তা উপজেলা প্রশাসনকে অবহিত করেন। জাকির হোসেন জামালপুর জজকোর্টে আইসিটি সেকশনে কাজ করেন। 

এসিল্যান্ড জহুরা আক্তার যুথি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন-পুলিশের সহায়তায় ওই কর্মকর্তাকে উদ্ধার করে নিয়ে আসি। ওখানকার লোকদের কাছে ঘটনার বিবরণ শুনেছি। ঘটনাস্থলের বিস্তারিত আমার উপর মহলকে জানানো হয়েছে। 

উপসহকারি ভূমি কর্মকর্তা জানান-আমার দোষ থাকলে প্রশাসনকে জানাতে পারতো। পরিকল্পিতভাবে ঘটনাটি ঘটিয়েছে।

এ ব্যাপারে ইউএনও সেলিম মিঞা জানান-বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। উর্ধ্বতন মহলের সাথে কথা বলার পর ব্যবস্থা নেয়া হবে।



শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top