জামালপুর সংবাদদাতা : বন্য হাতির আক্রমন রোধে আজ ১৮ মে (বৃহস্পতিবার) সকালে জামালপুরে বিজিবি ও বিএসএফ’র পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে অনুপ্রবেশ বন্ধ এবং বন্য হাতির আক্রমন থেকে জালমাল ও ফসল রক্ষায় বিজিবি ও বিএসএফ এক সাথে কাজ করার উপর গুরুত্বরোপ করা হয়।
এছাড়া সীমান্ত এলাকায় বসবাসকারিদের প্রতিবন্ধকতা বন্ধসহ তাদের সচেতনতার বিষয়েও আলোকপাত করা হয়।
জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)’র সহকারী পরিচালক মুহাম্মদ শামছুল হক বিকালে প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ, বকশীগঞ্জ উপজেলার সাঁতানীপাড়া ও কামালপুর এবং দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর ও শ্রীপুরের বালিয়ামারী তিন জেলার ২৬টি স্থানে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।