জি এম ক্যাপ্টন, কুড়িগ্রাম প্রতিনিধি : নানা কর্মসূচিতে সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও মহান মে দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা বের করে শহর প্রদক্ষিণ শেষে কলেজ মোড়স্থ স্বাধীনতার বিজয়স্তম্ভে এসে মিলিত হয়। এর আগে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দিবসটি উপলক্ষে আলোচনাসভার আয়োজন করা হয়।
র্যালি ও শোভাযাত্রা শেষে শ্রমিক সংগঠনের নেতৃত্বে এসে স্বাধীনতার বিজয়স্তম্ভে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ সাঈদুল আরীফ,পুলিশ সুপার আল আসাদ মো:মাহফুজুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক মিনহাজুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন,পৌর মেয়র কাজিউল ইসলাম,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট আব্রাহাম লিংকনসহ শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
মে দিবসের সমাবেশ থেকে শ্রমিক নেতা-কর্মীরা তাদরে সদস্যের ওপর নানা নির্যাতন বন্ধ ও তাদের অধিকার আদায়ের জোর দাবি জানান।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।