বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে অসহায় , দুস্থদের মাঝে মঙ্গলবার (৩০ মে) দুপুরে বিনামূল্যে নলকূপ ও নলকূপ স্থাপনের সরঞ্জামাদী বিতরণ করা হয়েছে।
দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির উদ্যোগে বকশীগঞ্জ সরকারি ভোকেশনাল ইনস্টিটিউট মাঠে ৫০ জনকে বিনামূল্যে নলকূপ বিতরণ করা হয়।
নলকূপ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লুৎফুন নাহারের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।
দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির প্রজেক্ট ম্যানেজার আবুল কায়েসের সঞ্চলনায় এসময় বক্তব্য রাখেন বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির হেড অব একাউন্ট অব এডমিন কোহিনুর আলম চৌধুরী, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি জহুরা বেগম, পৌর কাউন্সিলর আব্দুল্লাহ মিয়া, বিলাশী আক্তার।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।