রাজু আহমেদ সাহান, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় "সত্যের পথে গরীব-দুঃখী মানুষের পাশে আলোকিত হবো" সংগঠনের উদ্যোগে ‘গাছ লাগাও- নিজে বাঁচো, প্রকৃতিকে বাঁচাও এই শ্লোগানকে সামনে রেখে ২ শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ করেছে ফেসবুক গ্রুপ।
মঙ্গলবার সকালে উল্লাপাড়া এইচ.টি ইমাম স্কুল এন্ড কলেজ চত্বরে নারী শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ এবং ঔষধি গাছ বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইচ.টি ইমাম স্কুল এন্ড কলেজের মানবিক অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম, স্কাউট শিক্ষক তানজিনা রহমান স্মৃতি, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ শাহীন রেজা মানিক, প্রচার সম্পাদক মোঃ শাকিল আহমেদ, সাধারণ ফজলুল করিম, সাংগঠনিক সম্পাদক নিপু শুভ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মীরা।
সংগঠনের সভাপতি শাহীন রেজা মানিক বলেন, গাছ আমাদের পরম বন্ধু। প্রকৃতিতে বনায়নের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। সেই সাথে গাছ কর্তন নয়, গাছ লাগানোর আন্দোলন সামাজিক ভাবে গড়ে তুলতে হবে।
এইচ.টি ইমাম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম শিক্ষার্থীদের বলেন, সামাজিক ভারসাম্য রক্ষায় গাছের বিকল্প নেই। একটি গাছ কাটলে পক্ষান্তরে আরো ২টি গান লাগাতে হবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।