[২৪১] সরিষাবাড়ীতে নৌকার মনোনয়ন প্রত্যাশী হেলালের মতবিনিময় সভা

S M Ashraful Azom
0

 : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪১ জামালপুর- ৪ (সরিষাবাড়ী) আসনের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী মাহবুবুর রহমান হেলালের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

সরিষাবাড়ীতে নৌকার মনোনয়ন প্রত্যাশী হেলালের মতবিনিময় সভা
মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন নৌকার মনোনয়ন প্রত্যাশী মাহবুবুর রহমান হেলাল



 রোববার (২৮মে) রাতে সরিষাবাড়ী পৌরসভার শিমলা বাজার বনিক সমিতির উদ্যোগে শিমলা বাজার বঙ্গবন্ধু  চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় সরিষাবাড়ী টাউন বণিক সমবায় সমিতির আয়োজনে পৌর শহর শিমলা বাজার, শিমলা বাজার সংলগ্ন মাইজবাড়ি,তাড়িয়াপাড়া, শিমলা পল্লী পূর্বপাড়া, শিমলা পল্লী পশ্চিমপাড়া, পৌরসভার কামরাবাদ, চাদ শিমলা, ঢক হাটবাড়ি গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, শ্রমিক, কর্মচারী ও বিভিন্ন পেশাজীবী মানুষ এবং দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের ১ সহস্রাধিক নেতা-কর্মীরা মতবিনিময় সভায় অংশ নেন।

অনুষ্ঠানে শিমলা বাজার সমবায় বনিক সমিতির সভাপতি আব্দুল হাই  সভাপতিত্বে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ও সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি এবং  বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মৎস্য ও প্রাণী বিষয়ক সম্পাদক প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল বক্তব্য রাখেন। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সরিষাবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক মামুনুর রশিদ এর সঞ্চালনায়  সরিষাবাড়ী পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজু, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ,পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক কমিশনার বেলাল হোসেন, পৌরসভার প্যানেল মেয়র আব্দুল হক তরফদার, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হায়দার আলী, সাধারণ সম্পাদক আবুল হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, সরিষাবাড়ী টাউন বণিক সমিতির সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুল কাদের, জাতীয় শ্রমিক লীগ সরিষাবাড়ী আঞ্চলিক শাখার  ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, জামালপুর জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট আলমগীর হোসেন জীবন, সরিষাবাড়ী টাউন বণিক সমিতির সহ সভাপতি মোস্তাফিজুর রহমান,আওয়ামী মৎস্যজীবী লীগ সরিষাবাড়ী উপজেলা শাখার আহবায়ক কুবের চন্দ্র বর্মন, আওয়ামী তাঁতী লীগ সরিষাবাড়ী উপজেলা  শাখার আহ্বায়ক মাহবুবুর রহমান হেলাল, কামরাবাদ  ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান মির্জাল প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন,  বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহ  গাজী, বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা মুসা মিলেটারি, সরিষাবাড়ী সরকারি পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুর রহমান,সরিষাবাড়ী শিক্ষক সমিতির সভাপতি নজরুল ইসলাম, সরিষাবাড়ী ট্রাক শ্রমিক সমিতির সভাপতি  আব্দুল মান্নান, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম জিএস ,সরিষাবাড়ী অটো সিএনজি সমিতির সভাপতি জহুরুল ইসলাম,আব্দুল করিম সরকার, ইমানুর রহমান বিশু, সুরুজ মৌলভী, আব্দুল লতিফ, রশিদ মন্ডল, সালাম মণ্ডল, সাবেক ব্যাংকার হায়দার আলী, সুনীল কুমার সাহা, কালিপদ কর্মকার, নওফেল সহ বিপুল সংখ্যক এলাকাবাসী ও সুধী জন উপস্থিত ছিলেন। 


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top