জামালপুর সংবাদদাতা : জামালপুরের মেলান্দহে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ২৪ মে মির্জা আজম অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর আয়োজন করে। কর্মশালায় সভাপতিত্ব করেন-ইউএনও সেলিম মিঞা।
কর্মশালায় সমাপনি বক্তব্য রাখেন-সাবেক মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার সৈয়দ হারুন অর রশিদ, পৌরমেয়র আলহাজ শফিক জাহেদী রবিন, দুর্যোগ অধিদপ্তরের ডিডি নিতাই চন্দ্র দে সরকার, পিআইও আব্দুর রাজ্জাক, মাহমুদপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ, আ’লীগের সাধারণ সম্পাদক মো. জিন্নাহ, ঝাউগড়া ইউপি চেয়ারম্যান আঞ্জুমানআরা হেনা, রিপোর্টার্স ইউনিটির সভাপতি-ইত্তেফাক সংবাদদাতা মো. শাহ্ জামাল প্রমুখ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।