লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি :
জামালপুরের ইসলামপুর উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের এসওডি এর আলোকে জরুরী সাড়াদান পদ্ধতি শক্তিশালীকরণ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও উপজেলা প্রশাসন আয়োজনে বুধবার দুপুরে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হাসান রুমানের সভাপতিত্বে এই প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান এড জামাল আব্দুন নাছের বাবুল,জেলা দূর্যোগ ও পূর্নবাসন কর্মকর্তা আলমগীর হোসেন, ভাইস চেয়ারম্যান আঃ খালেক আকন্দ,রোজিনা আক্তার চায়না,কমান্ডার মানিকুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটুল সঞ্চালনায় এতে বিভিন্ন ইউনিয়নের জন প্রতিনিধি,এনজিও প্রতিনিধি,সাংবাদিক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা একে অংশ নেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।