শফিকুল ইসলাম : রৌমারীতে দুর্র্নীতি বিরোধী সচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্ধুদ্ধ করণ লক্ষে মাধ্যমিক স্কুল পর্যায়ে এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বির্তকের প্রতিপাদ্য বিষয় ছিল “কেবল মাত্র রাজনৈতিক সদিচ্ছাই পারে দূর্নীতি মুক্ত সমাজ গড়তে”।
শনিবার সকাল ১০ টার দিকে উপজেলা দর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে রৌমারী সিজিজামান সরকারি উচ্চ বিদ্যালয় হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় উপজেলা মাধ্যমিক পর্যায় ৪টি স্কুল অংশ নেয়। বিতর্ক প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করে রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয়ের দল। অনুষ্ঠানটি পরিচালনা করেন এমআর ফেরদৌস। বিচারক মন্ডলী মোক্তার হোসেন ও মাহমুদা আকতার স্মৃতি।
পরে প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি মো. রাউফুল ইসলাম উপ-পরিচালক দুদক, কুড়িগ্রাম। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মো. খালেদ মাহমুদ সহকারী পরিচালক দুদক, কুড়িগ্রাম, সুন্দীপ কুমার চৌধুরী উপ-সহকারী পরিচালক দুদক, মামুন আলী মন্ডল উপ-সহকারী পরিচালক দুদক, মারফিদুল ইসলাম সহকারী পরিচালক দুদক এবং সভাপতিত্ব করেন আব্দুল আওয়াল সভাপতি উদুক। এছাড়াও শহিদ রেজাউল কবির সাধারণ সম্পাদক উদুক, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এসএম সাদিক হোসেন, দৈনিক জবাবদিহি পত্রিকার উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও শিক্ষার্থী।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।