জামালপুর সংবাদদাতা : জামালপুরে গরুচোর পানিতে পড়ে মারা গেছে। ১২ মে মাদারগঞ্জের ঝাড়কাটা এলাকায় ট্রাকযোগে গরু চুরি করতে গেলে এ ঘটনা ঘটে। চুরের পরিচয় জানা যায়নি।
ওসি মাহবুবুল হক জানান, গভীর রাতে কয়েক কৃষকের গোয়াল ঘর থেকে গরু চুরি করে ট্রাকে তোলে। এ সময় চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগে।
এ সময় ট্রাকে থাকা আরেক চোর আত্মরক্ষার জন্য রাস্তার পাশে জলাশয়ে লাফ দিলে পানিতে ডুবে মারা যায়।
গ্রামবাসি গরু চুরির বিষয়টি টের পেয়ে চোরাই গরুসহ ট্রাক চালককে আটক করে থানায় সোপর্দ করেছে।
আটককৃত ট্রাক চালকের নাম মুকুল। সে রাজশাহী তানোর উপজেলার নবনব গ্রামের জব্বার আলীর ছেলে। বর্তমানে সে ময়মনসিংহের ভালুকায় ভাড়াটে বাসায় থাকে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।