নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে পৌরসভা এলাকায় মাদক, জুয়া, বাল্য বিবাহসহ অপরাধ প্রবণতা রোধে জনতার ঐক্য গড়তে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার বিকেলে পৌরসভার ৬নং ওয়ার্ডের দামগাড়া মহল্যায় আয়োজিত সভায় স্থানীয় জনসাধারণের সঙ্গে থানা পুলিশ ও জনপ্রতিনিধিরা মতবিনিময় করেন।
দামগাড়া আলহাজ¦ মোড় চত্বরে পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নন্দীগ্রাম থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. আনোয়ার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও পৌর কমিউনিটি পুলিশিং সভাপতি মো. বকুল হোসেন।
দামগাড়া মহল্যার সাজ্জাদুল বারীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আহসান বিপ্লব রহিম, পৌরসভার কাউন্সিলর শাহিরুল ইসলাম, কাউন্সিলর আক্তারুজ্জামান উজ্জল, থানার উপ-পরিদর্শক (বিট অফিসার) বিকাশ চক্রবর্তী, এএসআই সদরুল হাসান, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান বাবলু, নারী কাউন্সিলর নুরনাহার মিষ্টি, ববিতা বেগম, সহকারি অধ্যাপক পিকে নজরুল ইসলাম, আজিজুর রহমান, রেজাউল করিম, আবু রায়হান, মোখলেছুর রহমান, সোলাইমান ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মাদক-জুয়াসহ বিভিন্ন অপরাধের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করবেন। তথ্যদাতার পরিচয় গোপন থাকবে। সবার আগে প্রয়োজন পারিবারিক ও সামাজিক সচেতনতা। অপরাধ প্রবণতা রোধে জনতার ঐক্য গড়তে হবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।