জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে বজ্রপাতে শ্রমিক জহুরুল ইসলাম ( ২৫) এর মৃত্যু হয়েছে। জহরুল ইসলাম টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার সোনামুই গ্রামের সুরুজ মিয়ার ছেলে।
আহতরা হলেন কিশোরগঞ্জের মিঠাইন উপজেলার গজবপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে রুহুল আমিন ( ৪৭) ও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার হাসেম মিয়ার ছেলে ছেলে ফয়সাল ( ২০)।
বর্তমানে তারা মাদারগঞ্জ ১০০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎকসরা।
২১ মে বিকাল ৪ টার দিকে উপজেলার খরকা বিলের পাশে তারা কাজ করতে গেলে বজ্রপাত ঘটে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার শেষে মাদারগঞ্জ হাসপাতালে নিলে ডাক্তার আলী আহমেদ শিমুল জহুরুলকে মৃত ঘোষণা করেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।