শফিকুল ইসলাম : ‘ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল’ এই শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় ভূমি সেবা সপ্তাহ ২০২৩ পালিত হয়েছে।
র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা ভূমি অফিস চত্বরে সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমান আলী। বেলা ১১ টার দিকে উপজেলা ভূমি কার্যালয় থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একইস্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার এবিএম সারোয়ার রাব্বীর (ভার:) সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমান আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আকতার স্মৃতি, মোজাফ্ফর হোসেন, বন বিভাগ কর্মকর্তা ইকবাল হোসেন, একাডেমিক সুপার ভাইজার মোক্তার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হোরায়রা, এসআই আনছার আলী, ইউনিয়ন ভূমি কর্মকর্তা রজব আলী, ইসমাইল হোসেন, শাহাদত হোসেন, রুহুল্লাহ খমেনি ও হাফিজুর রহমানসহ আরও অনেকে।
আগামী ২২ থেকে ২৮ মে পর্যন্ত এই ভূমি সপ্তাহ পালিত হবে। এখন থেকে প্রতি বছর অনলাইনে নেওয়া হবে জমির খাজনা। তাই সকল শ্রেণির ভূমি মালিকদের রেজিস্ট্রেশনের আওতায় আসার আহŸান জানান উপজেলা নির্বাহী অফিসার এবিএম সারোয়ার রাব্বী। তিনি ভূমি সেবা সপ্তাহে ভূমি উন্নয়ন কর প্রদান সেবা শতভাগ অনলাইনে করার কথা ব্যক্ত করেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।