লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি : ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা আশাবাদী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশের মতো স্মার্ট বাংলাদেশও গড়তে সক্ষম হবো। জননেত্রীর নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
শুক্রবার বিকালে জামালপুরের ইসলামপুর বলিয়াদহ উচ্চ বিদ্যালয়ে মাঠে আয়োজিত স্বাধীনতা বিরোধী অপশক্তি রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চান কর্তৃক শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভায় ধর্ম প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, শেখ হাসিনা যখন ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দিয়েছিলেন, তখন বিরোধী দলের লোকজন টিটকারী মেরেছিল। আজ বাংলাদেশ ডিজিটাল বাংলায় রূপ নিয়েছে। আমরা সফল হয়েছি। ডিজিটাল বাংলাদেশের সুবিধা দেশের সব মানুষ ভোগ করছে। এসময় উন্নয়নের ধারা অব্যহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
উপজেলার চিনাডুলী ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজনে বজলুর রহমানের সভাপতিত্বে এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আঃ সালাম, সহ সভাপতি আবু নাছের চৌধুরী চার্লেস,মজিবুর রহমান শাহজাহান,হাবিবুর রহমান চৌধুরী শাহিন,সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান,আঃ খালেক আকন্দ,ক্রান সম্পাদক সালাউদ্দিন শাহ,চেয়ারম্যান আঃ সালাম,যুবলীগ সাধারণ সম্পাদক আক্রামুজ্জামান হিরু,শহর যুবলীগ আহবায়ক মনিরুজ্জামান লাজু,,ছাত্রলীগ সভাপতি নুরে আজাদ ইমরান,সাধারণ সম্পাদক আলহাজ মিয়া প্রমূখ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।