লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি : ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি বলেছেন-বাংলাদেশকে নিরাপদ রাখতে, দেশে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকায় ভোট দিতে হবে।
প্রতিমন্ত্রী শুক্রবার পচাবহলা সরকারপাড়া হাজী সোলায়মান কবীরের বাড়ী সংলগ্ন মাঠে সদর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে মত বিনিময় সভায় এসব কথা বলেন।
তিনি বলেন, স্বাধীনতাবিরোধী শক্তি পুনরায় ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে। স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের অর্জন আমরা ধরে রাখতে পারব যদি জনগণ নৌকায় ভোট দিয়ে আমাদের জয়ী করে।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম লেবুর সভাপতিত্বে এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আঃ সালাম,জেলা পরিষদ সদস্য মুজিবুর রহমান শাহজাহান,চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী,ভাইস চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদক আঃ খালেক আকন্দ,কৃষি বিষয়ক সম্পাদক সম্পাদক শফিকুর রহমান শিবলী,যুবলীগের সাধারণ সম্পাদক আক্রামুজ্জামান হিরু প্রমূখ বক্তব্য রাখেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।