উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হওয়ার প্রায় ৭ ঘণ্টা পর শুক্রবার (৫ মে) রাত ৮টা ২০ মিনিটে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। ফলে দীর্ঘ সময় বিভিন্ন স্টেশনে অপেক্ষারত ট্রেনগুলো ছাড়তে শুরু করে। তার আগে লাইনচ্যূত বগি দুটি উদ্ধার করা হয়।
দুর্ঘটনার প্রায় ৫ ঘণ্টা পর সন্ধ্যা ৭টার দিকে ঈশ্বরদী থেকে আসা রিলিজ ট্রেন দুর্ঘটনাস্থলে পৌঁছায়। এরপর প্রায় ঘণ্টাব্যাপী প্রচেষ্টার পর লাইনচ্যুত বগি দু'টির উদ্ধার কাজ শেষ হয়।
সিরাজগঞ্জের রেলওয়ে থানা পুলিশের কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, দীর্ঘ ৭ঘন্টা ২৫ মিনিট পর ঢাকা-উত্তর এবং দক্ষিণ বঙ্গের সাথে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার দুপুরে উল্লাপাড়া স্টেশন এলাকায় একটি মালবাহী ট্রেন ঘুরানোর সময় ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও খুলনার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।