শফিকুল ইসলাম : বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী.রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষে শান্তি সমাবেশ পালন করা হয়েছে।
রৌমারী উপজেলার বাংলাদেশ আওয়ামী যুবলীগ রৌমারী উপজেলা শাখার আয়োজনে শান্তি সমাবেশ পালন করা হয়।
শনিবার সকাল ১১ টার দিকে দলীয় কার্যালয় থেকে একটি শান্তির মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক আবু হোরায়রা, উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আ: মালেক, যুবলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য হারুনর রশিদ হারুন, যুগ্ন সাধারণ সম্পাদক শাহীন ইকবাল, দাঁতভাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোজাফ্ফর হোসেন, বন্দবেড় ইউনিয়ন সভাপতি সামছুদ্দোহা, চরশৌলমারী ইউনিয়ন যুবলীগের সদস্য মহি উদ্দিন ও মিনারুল ইসলামসহ অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।