উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাব্যবস্থা জাতীয়করনসহ ৭ দফা দাবীতে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেনের হাতে এই স্মারকলিপি তুলে দেন বাংলাদেশ মাদ্রাসা জেনারেল শিক্ষক সমিতির উল্লাপাড়া উপজেলা শাখার নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা মাদ্রাসা জেনারেল শিক্ষক সমিতির সভাপতি কয়ড়া ফাজিল মাদ্রাসার সহকারি শিক্ষক মোঃ জাবেদ আলী, সাধারণ সম্পাদক বন্যাকান্দি আলীম মাদ্রাসার সহকারি শিক্ষক মোঃ মাসুদ রানা, কোষাধ্যক্ষ উল্লাপাড়া মহিলা দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক মোঃ রফিকুল ইসলাম সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দু।
শিক্ষক সমিতির দাবি সমুহের মধ্যে রয়েছে মাদ্রাসা শিক্ষাব্যবস্থা জাতীয়করন, চাকুরীকাল ১৬ বছর পূর্তিতে সকল প্রভাষককে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি প্রদান, সহকারী শিক্ষকদের ৮ম গ্রেড প্রদান, ৫০% মহার্ঘ্য ভাতা প্রদান, শতভাগ উৎসব ভাতা প্রদান, জেনারেল শিক্ষকদের জন্য মাদ্রাসার প্রশাসনিক পদ অবমুক্ত করণ, ইবতেদায়ী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি চালুকরণ। এছাড়াও শিক্ষকদের নিরাপত্তা সহ বেশকিছু দাবি রয়েছে তাদের।
পরে স্থানীয় নেতৃবৃন্দু কেন্দ্রীয় কমিটির কর্মসূচীর অংশ হিসাবে আগামী ২৭ মে, শনিবার সকাল ১০ ঘটিকার সময় উল্লাপাড়া প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচী পালনের ঘোষণা দেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।