জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে বিএনপি’র ৪ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন-ঘোষেরপাড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি রেজাউল করিম বুলবুল, সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া, ফুলকোচা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মামুনুর রশিদ এবং কুলিয়া ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহবায়ক বেলাল হোসেন।
অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন জানান-১৭ মে দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্বে আগেরই মামলা ছিল। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা বিএনপি’র সদস্য সচিব আলহাজ নূরুল আলম সিদ্দিকী জানান-পূর্বের মামলা বলতে সাজানো গায়েবী মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।