কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা আ.লীগের নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে কাজিপুর উপজেলা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়।
কাজিপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান খরিলুর রহমান সিরাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহসভাপতি নজরুল ইসলাম, আব্দুল আউয়াল, যুগ্ন সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান মুকুল, সদস্য শাহাদত হোসেন প্রমূখ।এরপর কমিটির নেতৃবৃন্দ ইফতার ও দোয়া অনুষ্ঠানে যোদ দেন।
উল্লেখ্য, গত ৩ এপ্রিল দুপুরে উপজেলা দলীয় কারর্র্যালয়ে কমিটি ঘোষণা করেন জেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।