মেলান্দহ বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকাশনা মেলা

S M Ashraful Azom
0

 : জামালপুরের মেলান্দহ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো গবেষণা প্রকাশনা মেলা।

মেলান্দহ বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকাশনা মেলা



 ৩ এপ্রিল দিনব্যাপী গবেষণা সেল আয়োজিত মেলায় ফিশারিজ, গণিত, সিএসই, ইইই, সমাজকর্ম এবং ব্যবস্থাপনা বিভাগের মোট ৬টি স্টল স্থান পায়। 

এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন-গবেষণা সেলের ডাইরেক্টর-আন্তর্জাতিক বিজ্ঞানী ড. মাহমুদুল হাসান। 

প্রধান অতিতির বক্তব্য রাখেন-বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  ভিসি-আন্তর্জাতিক বিজ্ঞানী ড. কামরুল আলম খান। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিটিউব বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর পরিচালক ড. তোফাজ্জল ইসলাম, মাওলানা ভাসানী বিজ্ঞান-প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার-পরিবেশ-বিজ্ঞান ও সম্পদ বিভাগের অধ্যাপক ড. সিরাজুল ইসলাম, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার সৈয়দ ফারুক হোসেন প্রমুখ। 

উল্লেখ্য, এই গবেষণা প্রকাশনীর মুল্যায়ন শেষে পুরস্কৃত করা করার ঘোষণা দেয়া হয়। 



শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top