নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে প্রিমিয়ার লীগ সিজন-২ গ্র্যান্ড ফাইনাল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
ঈদের তৃতীয় দিন সোমবার সকাল ১০টায় পৌর সদরের সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কিশোর ক্রিকেট ক্লাব আয়োজিত খেলায় ডেভিলস ক্লাব ১৬ ওভারে ১০ উইকেটে ৬৮ রানে অলআউট হয়। নন্দীগ্রাম লিজেন্ড ক্লাব ১৫ ওভার ৪ বলে ৬ উইকেটে ৬৯ রান করে বিজয়ী হয়। বিকেলে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা শামীম শেখ, আব্দুল বারীক, নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নজরুল ইসলাম দয়া, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু তৌহিদ রাজিব প্রমুখ। সঞ্চালনা করেন সাজ্জাদুল বারী। এরআগে ফাইনাল খেলার উদ্বোধনী সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, শ্রাবনী আকতার বানু, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা সরফুল হক উজ্জল, স্বপন চন্দ্র, পৌরসভার কাউন্সিলর আবু সাঈদ মিলন, রফিকুল ইসলাম অপু প্রমুখ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।