ঘাটাইল (টাঙ্গাইল)প্রতিনিধি : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ১৪ নং লক্ষিন্দর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান ও ইউপি সদস্যদের প্রথম সভা, দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ এপ্রিল ) সকাল ১১ টায় লক্ষিন্দর ইউনিয়ন পরিষদ (অস্থায়ী কার্যালয় গারোবাজার) প্রাঙ্গণে নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন,ধলাপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম শফি,রসুলপুর ইউপি চেয়ারম্যান কাজী মাসুদ টাঙ্গাইল জেলা মৎস্য জীবীলীগের যুগ্ম-আহবায়ক মোঃ ফারুক হোসেন খান রাসেল, সাগরদিঘী ফারি ইনচার্জ মো. দুলাল হোসেন আকন্দ, আওয়ামিলীগের প্রবীণ নেতা মো. আমজাদ হোসেন,মুক্তিযোদ্ধা আলহাজ্ব আশরাফ মাষ্টার, জিএম আজিজুল ইসলাম,কামরুল ইসলাম দুলালসহ নব-নির্বাচিত ইউপি সদস্যবৃন্দ ও ইউনিয়ন আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।