নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে বিয়ের দুইমাস পর ঘুমন্ত নববধুর পাশের ঘরে আবু তাহের (২২) নামের এক যুবকের ঝুলন্ত লাশ দেখে স্থানীয়দের মুখে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।
গতকাল রোববার সকালে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কাথম গ্রামে নিজ বাড়ি থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে কাথম গ্রামের টিউবওয়েল মিস্ত্রি বাদশা মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আবু তাহের দুই মাস আগে বিয়ে করেছে। বাড়িতে স্ত্রীর ভাগনি আসায় শনিবার দিবাগত রাতে স্ত্রী ও ভাগনি এক ঘরে ঘুমায়। আলাদা ঘরে ঘুমাতে যায় তাহের। সকাল সাড়ে ৭টার দিকে টিউবওয়েল কাজের কয়েকজন শ্রমিক তাঁকে ডাক দিয়ে সাড়া না পাওয়ায় পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙে ভিতর ঢুকে দেখেন গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুঁলছিলো যুবকের মরদেহ। পরে পুলিশকে খবর দিলে থানার উপ-পরিদর্শক (এসআই) চান মিয়া ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।